বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আরব আমিরাতকে নিয়ে চূড়ান্ত ২০ দল

  • ক্রীড়া ডেস্ক   
  • ১৭ অক্টোবর, ২০২৫ ১৯:৫৭

শেষ দল হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল সংযুক্ত আরব আমিরাত। গত বৃহস্পতিবার জাপানের বিপক্ষে ৮ উইকেটের জয়ে টিকিট পেল তারা। এর মধ্য দিয়েই চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ২০ দল।

এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে আরব আমিরাত। গত বৃহস্পতিবার জাপানের বিপক্ষে ৮ উইকেটের জয়ে টিকিট পায় দলটি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৬ রান করে জাপান। জবাবে স্রেফ ১২.১ ওভারেই ২ উইকেটে জয় নিশ্চিত করে আরব আমিরাত। ২০ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার বাঁহাতি স্পিনার হায়দার আলী। পরে আলিশান শারাফু (২৭ বলে ৪৬) ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের (২৬ বলে ৪২) ক্যামিওতে ৪৭ বল হাতে রেখেই জয়ের প্রান্তে পৌঁছে যায় আরব আমিরাত।

এ অঞ্চল থেকে এর আগে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্বকাপে জায়গা করে নেপাল এবং ওমান। বাছাইয়ের সুপার সিক্স পর্বের পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুয়ে আছে আরব আমিরাত। একটি করে ম্যাচ কম খেলে ৮ পয়েন্টে সবার ওপরে নেপাল, ৬ পয়েন্ট নিয়ে তিনে ওমান। চার ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে চার ও পাঁচে যথাক্রমে কাতার ও জাপান। তিন ম্যাচের সবগুলোতেই হেরে কোনো পয়েন্ট নেই সামোয়ার খাতায়।

এ নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আরব আমিরাত। এর আগে তারা খেলে ২০১৪ ও ২০২২ আসরে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হবে বিশ্বকাপ। যৌথভাবে আসরের আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। দুই স্বাগতিক দেশ ছাড়া ২০২৪ অনুষ্ঠিত সবশেষ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি খেলবে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।

র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে খেলবে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। বাছাইপর্ব খেলে আমেরিকা অঞ্চল থেকে জায়গা করেছে কানাডা, ইউরোপ থেকে খেলবে ইতালি ও নেদারল্যান্ডস, আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল, ওমান ও আরব আমিরাত।

এ বিভাগের আরো খবর