আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। আবু ধাবিতে ৩-০ ব্যবধানে হেরে ফেরার পর বিমানবন্দরে ‘মবের’ শিকার হন খেলোয়াড়রা। অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে নাঈম শেখ, জাকের আলীদের।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেন নাঈম শেখ। সেখানে কিছু বিষয়ে প্রতিবাদ করেন তিনি। যদিও বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম খেলোয়াড়দের জন্য উত্তর দেওয়ার জায়গা না।
তিনি বলেন, ‘প্রথমত আমি খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু করার বিষয়টা সমর্থন করি না। ব্যক্তি হিসেবে সামাজিক মাধ্যমে থাকাটা একজনের অধিকার, যেকোনো কিছু বলাও তার অধিকার। কিন্তু আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হিসেবে, আমার খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়ায় থাকা উচিত নয়। আমি চাই না, আমার খেলোয়াড়রা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছুর উত্তর দিক।’
সামাজিক মাধ্যমে বর্ণবাদের শিকার হয়েছেন জাকের আলী। বিষয়টিকে দুঃখজনক এবং অত্যন্ত বিরক্তিকর হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় দলের হেড কোচ সিমন্স, ‘কোনো কিছুতেই বর্ণবাদী সুরে কথা বলা ভালো বিষয় নয়। জাকের আলীর সঙ্গে যেটা হয়েছে আমি খুবই বিরক্ত।’