গতরাতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭৪ রানে হারে বাংলাদেশ।
প্রথম ম্যাচ ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ৮ রানে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ।
শেষ ম্যাচ জিতে প্রথমবারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশের স্বপ্ন ছিল টাইগারদের। কিন্তু শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয় বাংলাদেশকে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে লিটন দাসের দল।
সিরিজের তৃতীয় ম্যাচ শেষে লিটন বলেন, ‘উইকেট ব্যাট করার জন্য ভালো ছিল। কিন্তু এ ম্যাচে আমরা ভাল ব্যাট করতে পারিনি।’
তৃতীয় ম্যাচে ব্যাটাররা খারাপ করলেও সিরিজে বাংলাদেশ ভাল ক্রিকেট খেলেছে বলে জানান লিটন, ‘এই সিরিজে ছেলেরা সত্যিই ভাল ক্রিকেট খেলেছে। এ কারণেই আমরা সিরিজ জিতেছি।’
সিরিজের শেষ ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। এশিয়া কাপের কথা মাথায় রেখে দলের সবাইকে এই সিরিজে অন্তত একটি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার জন্যই শেষ ম্যাচে পরিবর্তন আনে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
এশিয়া কাপের জন্য সেরা দল বাছাই করতে খেলোয়াড়দের পরখ করার চেষ্টা করেছিল বাংলাদেশ। লিটন বলেন, ‘আমরা সঠিক পথেই এগোচ্ছি। আমরা নতুন খেলোয়াড়দের কয়েকটি সুযোগ দিয়েছি। আমার মনে হয় এটি ইতিবাচক (সিরিজ) জয়।’