কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচল পারমানেন্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘চৌধুরী জাফরুল্লাহ শরাফাত ট্রফি ২০২৫’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে CUB Underdogs ১-০ গোলে হারিয়েছে শক্তিশালী CUB Spurs FC-কে।
চূড়ান্ত ম্যাচে দুই শক্তিশালী দলের হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। পুরো আয়োজন জুড়ে ছিলো প্রাণবন্ত উৎসবের আমেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব চৌধুরী জাফরুল্লাহ শরাফাত। তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট কেবল একটি খেলার আয়োজন নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক বন্ধন তৈরির একটি চমৎকার উদাহরণ হয়ে উঠেছে।