সিলেট টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট হাতে রেখে ২৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন খেলা শুরু করল বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়া প্রথম টেস্টে শুক্রবার টস জিতে বোলিং নেয় টাইগাররা। দ্বিতীয় ওভারে খালেদ আহমেদের করা ষষ্ঠ বলেই প্রথম উইকেট হারায় সফরকারীরা।
শ্রীলঙ্কাকে ২৮০ রানে আটকে দিলেও শুক্রবার শেষ বিকেলে তিন উইকেট খুইয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ১০ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৩২ রান তুলেছে বাংলাদেশি ব্যাটাররা। ফলে ২৪৮ রানে পিছিয়ে শান্ত অ্যান্ড কোং।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যক্তিগত ২ রান করে মেহেদি হাসান মিরাজের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন লঙ্কান ওপেনার নিশান মদুশকা, যার মধ্য দিয়ে বেকথ্রু পায় স্বাগতিকরা।
বোলিংয়ে বাংলাদেশের এ সাফল্য অব্যাহত থাকে পঞ্চম উইকেট পর্যন্ত। মদুশকাকে ফেরানোর পর ১৭ রান করা দিমুথ করুণারত্নে ও ১৬ রান নেয়া কুশল মেন্ডিসের উইকেটও শিকার করেন খালেদ।
দলীয় ৪০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারানোর পর ৪১ রানে তৃতীয় উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। এমন পরিস্থিতিতে দলের হাল ধরতে পারেননি বাকি দুই মিডল অর্ডার ব্যাটার।
শান্তর হাতে রান আউট হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৫ রান। শ্রীলঙ্কা ততক্ষণে ৪৭ রানে হারায় চারটি উইকেট।
ম্যাথিউসকে হারানোর পর ১০ রান তুলে ফের উইকেট খোয়ায় শ্রীলঙ্কা। দলীয় ৫৭ রানের মাথায় শরিফুল ইসলামের বলে মেহেদি হাসান মিরাজের তালুবন্দি হয়ে মাঠ ছাড়তে হয় ৯ রান নেয়া দিনেশ চান্ডিমালকে।
শুক্রবারের ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৮ ওভারে ২৮০
বাংলাদেশ ১ম ইনিংস: ১০ ওভারে ৩২/৩