বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুপার ফোরে যেতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক   
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০০:২৯

জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল। এমন বাজে হারের পর সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য।

আগামীকাল মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের ওপর।

দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে বাংলাদেশ। গ্রুপ থেকে টেবিলের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। ১ নম্বরে থাকা আফগানিস্তান এবং ২ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২, তবে নেট রানরেটে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

সুপার ফোরের যেতে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। সেইসঙ্গে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জয় পায় সেই প্রার্থনাও করতে হবে। তাহলে আফগানরা খেলা শেষ করবে ২ পয়েন্ট নিয়ে। ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা পেয়ে যাবে সুপার ফোরের টিকিট।

আফগানদের কাছে হেরে গেলেও বাংলাদেশের সুপার ফোরের আশা বেঁচে থাকবে। তবে হংকং যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ২। এরপর নেট রানরেটে এগিয়ে থাকা দল যাবে সুপার ফোরে।

এ বিভাগের আরো খবর