সিলেটে শুক্রবার শুরু হওয়া প্রথম টেস্টে টস জিতে বোলিং নিয়ে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ।
দ্বিতীয় ওভারে খালেদ আহমেদের করা ষষ্ঠ বলে প্রথম উইকেট হারায় সফরকারীরা।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যক্তিগত ২ রান করে মেহেদি হাসান মিরাজের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন লঙ্কান ওপেনার নিশান মদুশকা, যার মধ্য দিয়ে বেকথ্রু পায় স্বাগতিকরা।
বোলিংয়ে বাংলাদেশের এ সাফল্য অব্যাহত থাকে পঞ্চম উইকেট পর্যন্ত। মদুশকাকে ফেরানোর পর ১৭ রান করা দিমুথ করুণারত্নে ও ১৬ রান নেয়া কুশল মেন্ডিসের উইকেটও শিকার করেন খালেদ।
দলীয় ৪০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারানোর পর ৪১ রানে তৃতীয় উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। এমন পরিস্থিতিতে দলের হাল ধরতে পারেননি বাকি দুই মিডল অর্ডার ব্যাটার।
শান্তর হাতে রান আউট হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৫ রান। শ্রীলঙ্কা ততক্ষণে ৪৭ রানে হারায় চারটি উইকেট।
ম্যাথিউসকে হারানোর পর ১০ রান তুলে ফের উইকেট খোয়ায় শ্রীলঙ্কা। দলীয় ৫৭ রানের মাথায় শরিফুল ইসলামের বলে মেহেদি হাসান মিরাজের তালুবন্দি হয়ে মাঠ ছাড়তে হয় ৯ রান নেয়া দিনেশ চান্ডিমালকে।
ঘাম ঝরিয়ে অর্ধশতক করা দলের এমন মুহূর্তে হাল ধরেন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ও কামিন্দু মেন্দিস। এ দুজনের জোড়া অর্ধশতকে বিপদ কাটিয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
এ প্রতিবেদন লেখার সময় ৪৩ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৯২ রান করে শ্রীলঙ্কা। অপরাজিত দুই ব্যাটারের মধ্যে ধনঞ্জয় ৬৪ ও কামিন্দু ৭১ রান করেন।