বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথম বাংলাদেশি হিসেবে নাহিদার ইতিহাস

  • ক্রীড়া প্রতিবেদক   
  • ১১ ডিসেম্বর, ২০২৩ ১৮:০১

সোমবার নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে আইসিসি। সেখানে নাহিদার পাশাপাশি পুরুষ মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। এতে করে প্রথম কোনো বাংলাদেশি নারী ক্রিকেটার পেলেন এমন সম্মাননা।

সোমবার নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে আইসিসি। সেখানে নাহিদার পাশাপাশি পুরুষ মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের।

পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮৮ রানে অলআউট হয়ে ৫ উইকেটে বাংলাদেশ হারলেও নাহিদা নিজের ঝুলিতে পুরেন ৩টি উইকেট। পরের ম্যাচে ৪৩ রানে ১ উইকেট নিলেও নাহিদার হাতে ভেঙেছিল পাকিস্তানের গুরুত্বপূর্ণ জুটি।

সে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে আবার বোলিংয়ে আসেন তিনি। সেখানে ৭ রান দিয়ে দুটি উইকেট নেন। ম্যাচটি জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে ১৬৬ রান তুলেই থামতে হয়, তাতে বড় অবদান ছিল ২৬ রানে ৩ উইকেট নেয়া নাহিদার।

ওই ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৮৬ উইকেট নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ২৩ বছর বয়সি এই বোলার। ৪৮ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে তিন নম্বরে নাহিদা।

এ বিভাগের আরো খবর