আর্জেন্টিনার ইন্ডিপেনদিয়েন্তে ও চিলির ইউনিভার্সিদাদ দে চিলি ম্যাচে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত কোপা সুদআমেরিকানার শেষ ষোলো পর্বের দ্বিতীয় লেগের এই ম্যাচ চলাকালীন মাঠের ভেতরে ও বাইরে সমর্থকদের সংঘর্ষে খেলা বন্ধ হয়ে যায়। স্টেডিয়ামে আতঙ্কজনক দৃশ্য তৈরি হয় যখন প্রতিদ্বন্দ্বী সমর্থকরা একে অপরের দিকে পাথর, বোতল, লাঠি ও আসন ছুড়তে থাকে। এমনকি একটি স্টান গ্রেনেডও নিক্ষেপ করা হয়।
ইন্ডিপেনদিয়েন্তে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে, স্টেডিয়ামের ভেতর ও বাইরে গোলযোগ সৃষ্টির অভিযোগে ৩০০ জনকে আটক করা হয়েছে। এএফপির প্রত্যক্ষদর্শীর প্রতিবেদনে বলা হয়, স্বাগতিক দলের সমর্থকরা কিছু অতিথি সমর্থককে মারধর করে এবং তাদের কাপড় খুলে ফেলে।
ম্যাচটি ১-১ সমতায় ৪৮ মিনিটে স্থগিত হয়ে পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম লেগে ১-০ গোলে জিতে থাকা ইউনিভার্সিদাদ দে চিলি শেষ পর্যন্ত পরবর্তী রাউন্ডে নাম লেখায়।