আজ হারলেই বিশ্বকাপের চলতি আসর থেকে ছিটকে পড়তে হবে, এমন বাস্তবতার চিন্তা মাথায় নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। তবে বিশ্বকাপের প্রথম চার ম্যাচের তিনটিতে হারের পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দিতে পারলেন না জস বাটলার অ্যান্ড কোং। শ্রীলঙ্কার বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে গেছে তাদের ব্যাটিং অর্ডার।
টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৫৬ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ডের ইনিংস। এদিন বেন স্টোকসের ৪৩, জনি বেয়ারস্টোর ৩০ ও ডাউইড মালানের ২৮ রানের ইনিংসগুলোই কেবল চোখে পড়ার মতো।
বল হাতে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন লাহিরু কুমারা। দুটি করে উইকেটের দেখা পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস ও কাসুন রাজিথা।
ফলে জিততে হলে ১৫৭ রান করতে হবে শ্রীলঙ্কাকে। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে নেট রান রেটের দিকেও নজর রাখতে হবে তাদের।