বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইয়াং-রাচিন-ল্যাথামের ব্যাটে কিউইদের সংগ্রহ ৩২২

  •    
  • ৯ অক্টোবর, ২০২৩ ১৮:৪৬

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড। ইনিংসের প্রথম তিন ওভার মেইডেন নিয়ে সেই সিদ্ধান্তের প্রতি সুবিচার করার ইঙ্গিত দিয়েছিলেন ডাচ বোলাররা। কিন্তু কনওয়ে-ইয়াংয়ের জুটি তাদের হতাশ করেন।

ভালো শুরুর পরও মাঝে বারবার ওঠানামার মধ্য দিয়ে গেছে নিউজল্যান্ডের ইনিংস। মাঝে তাদের স্কোর তিনশ’ পার হবে কি না, তা নিয়ে সংশয় জাগলেও শেষের মারকুটে ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ৩২২ রানের পুঁজি পেয়েছে কিউইরা।

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড। ইনিংসের প্রথম তিন ওভার মেইডেন নিয়ে সেই সিদ্ধান্তের প্রতি সুবিচার করার ইঙ্গিত দিয়েছিলেন ডাচ বোলাররা। কিন্তু কনওয়ে-ইয়াংয়ের জুটি তাদের হতাশ করেন।

পরে কনওয়ে আউট হয়ে ফিরলেও কিউই টপ-অর্ডাররা শক্ত ভিত গড়েন। ওপেনার উইল ইয়াং, রাচিন রাবিন্দ্রা, অধিনায়ক টম লাথাম- তিনজনই পরপর পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। মাঝে ডেরিল মিচেল ৪৮ রানে আউট হন।

শেষে মিচেল সান্টনার ১৭ বলে ৩৬ ও নবম ব্যাটার ম্যাট হেনরি ৪ বলে দশ রান তুললে নেদারল্যান্ডসকে ৩২৩ রানের লক্ষ্য দিতে সক্ষম হয় ব্ল্যাক ক্যাপসরা।

এদিন আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন ও রোয়েলফ ভ্যান ডার মারউইরা প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। ব্যাস ডি লিড নেন বাকি উইকেটটি।

এ বিভাগের আরো খবর