ফিটনেস নিয়ে টাইগার অধিনায়ক সাকিবের অসন্তোষের পর শেষ পর্যন্ত তামিম ইকবালকে ছাড়াই আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। ফলে বিশ্বকাপে তামিম-লিটন জুটি দেখা হচ্ছে না ভক্তদের।
তামিমের ফিটনেস ইস্যু নিয়ে সোমবার রাত থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেট অঙ্গন। নিজে পুরোপুরি ফিট নন বলে বিশ্বকাপের সব ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়ে দেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এমনকি মোট ‘পাঁচ ম্যাচ’ খেলার কথাও নাকি তিনি নির্দিষ্ট করে দেন। তামিমের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অধিনায়ক সাকিব আল হাসান।
বিষয়টি নিরসনে জরুরি বৈঠকে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছুটি কাটিয়ে সোমবার রাতে ঢাকায় ফেরা প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও পাপনের বাসায় ওই বৈঠকে যোগ দেন। সেখানে ছিলেন সাকিবও।
বৈঠকে আনফিট খেলোয়াড় নিয়ে বিশ্বকাপে যেতে চান না বলে জানান সাকিব। তাছাড়া এমন হলে বিশ্বকাপের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চান বলেও খবর চাউর হয়। সাকিবের মতোই কোচও আনফিট তামিমকে চান না বলে জানা গেছে। তাই বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ এই ওপেনারকে রাখা হচ্ছে না।
তবে ঠিক কাদের নিয়ে বিশ্বকাপ স্কোয়াড করা হচ্ছে বা তামিমের পরিবর্তে কাকে সুযোগ দেয়া হচ্ছে, তা জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিসিবি। ফেসবুকে এক পোস্টে বিসি জানিয়েছে, শিগগিরই টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে এবং জার্সি উন্মোচন করা হবে।
এর আগে বিশ্বকাপে তামিমের খেলা নিয়ে কম জলঘোলা হয়নি। এ বছরের অনুষ্ঠিত ফেব্রুয়ারি-মার্চে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পরই হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।
বিষয়টি নিয়ে বিভিন্ন রকম কথা ওঠার মাঝেই বিসিবি সভাপতি পাপন ও তামিমকে ডেকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম। তবে সেসময় অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি।
পিঠের চোট থেকে সেরে ওঠার জন্য এশিয়া কাপের দলে ছিলেন না তিনি। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রায় আড়াই মাস পর বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তিনি দলে ফেরেন। এর মধ্যে এখনও পিঠে অস্বস্তি বোধ করছেন বলে জানান তিনি। এমনকি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে নিজের অসুস্থতার বিষয়টিও বর করে সামনে আনেন তিনি।
আগামী ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর দুটি ওয়োর্ম-আপ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টিম টাইগার। আর আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপের মূল পর্বের লড়াই।