বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বরেকর্ড করেও ব্যর্থ রোনালদো

  • ক্রীড়া ডেস্ক   
  • ২৪ আগস্ট, ২০২৫ ২৩:০৮

ব্যক্তিগতভাবে ফুটবলের ইতিহাসে নাম লেখালেও সৌদির ক্লাবের জার্সিতে প্রথম ট্রফি জয়ের স্বপ্নপূরণ হলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর।

গত শনিবার হংকং স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির মুখোমুখি হয়েছিল আল নাসের। ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি আল নাসেরের জার্সিতে তার শততম গোল। প্রথম ফুটবলার হিসেবে চারটি আলাদা আলাদা ক্লাবের জার্সিতে ১০০ গোল করার নজির গড়লেন সিআর সেভেন। এর মধ্য দিয়ে তিনি এমন একটা রেকর্ড গড়েছেন, যা ইতিহাসে আর কারও নেই। এমনকি লিওনেল মেসিরও নেই।

রোনালদোর এই গোলের সঙ্গে তার ক্যারিয়ারের মোট গোল দাঁড়াল ৯৩৯। কাঙ্ক্ষিত ১ হাজার গোল স্পর্শ করতে এখনো তার প্রয়োজন ৬১ গোল। এর আগে ইউরোপের ক্লাবগুলোতে তিনি করেছিলেন ৪৫০ গোল রিয়াল মাদ্রিদের হয়ে, ১৪৫ গোল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, আর ১০১ গোল জুভেন্টাসের হয়ে। ৪০ বছর বয়সি রোনালদো ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন। তবে এই শিরোপা ফিফার স্বীকৃত তালিকায় নেই। তাই আল-নাসরের হয়ে বড় কোনো ট্রফির স্বাদ তার এখনো মিলেনি।

প্রথমার্ধের ইনজুরি সময়ে আল-আহলির হয়ে সমতা ফেরান ফ্র্যাঙ্ক কেসিয়ে। এরপর আল-নাসর ২-১ গোলে এগিয়ে গিয়েছিল। ৮২ মিনিটে গোল করে বসেছিলেন মার্সেলো ব্রজোভিচ। তবে সেই লিডও ধরে রাখতে পারেনি ক্লাবটা। রজার ইবানেজের গোলে ২-২ সমতা ফেরায় আল আহলি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরে যায় তারা। সৌদি সুপার কাপ এবার অনুষ্ঠিত হয় হংকংয়ে। এক সপ্তাহের এই আসরে সেমিফাইনালে আল-নাসর ২-১ গোলে হারায় আল-ইত্তিহাদকে। অন্যদিকে আল-আহলি ৫-১ গোলে হারায় আল-কাদসিয়াহকে। আগামী ২৯ আগস্ট আল-তাওউনের বিপক্ষে নতুন মৌসুমে সৌদি প্রো লিগের যাত্রা শুরু করবে আল-নাসর।

এ বিভাগের আরো খবর