মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে বল করছে বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে দলে জায়গা পাননি নুরুল হাসান সোহান ও তানজিম হাসান সাকিব, তবে দলে ফিরেছেন হাসান মাহমুদ।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক হবে ডানহাতি পেসার খালেদ আহমেদের।
প্রতিকূল আবহাওয়ার কারণে সিরিজের প্রথম ম্যাচটি ফল ছাড়াই শেষ হয়েছে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২৬ সেপ্টেম্বর।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মাহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।