সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব।
সম্প্রতি তার এ সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হওয়ার প্রেক্ষাপটে বেশ বিতর্ক দেখা দেয়, এরই এক পর্যায়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় মঙ্গলবার সাংবাদিকরা এ নিয়ে তাকে প্রশ্ন করেন। এর জবাবে জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের সঙ্গে আমরা কথা বলেছি। তাকে আমরা বিষয়টি অবগত করেছি।
‘কাউকে উদ্দেশ করে বা কিছু টার্গেট করে তার এই পোস্ট দেওয়া হয়নি। এটা দেয়ার কারণে যদি কারও আঘাত লেগে থাকে, তাহলে সে সেটার জন্য দুঃখিত।’
তিনি বলেন, ‘সে ভুল করেছে। সে বলেছে, আমি দুঃখিত। সে একটা বড় কথা বলেছে, সে নারীবিদ্বেষী নয়। তার কথা, আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারীবিদ্বেষী হতে পারি।’
গত বছরের ৯ সেপ্টেম্বর তানজিম হাসানের ভেরিফায়েড পেজে দেয়া একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয় সম্প্রতি।
ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’
ব্যাপক সমালোচনার মুখে পড়ে অবশ্য সেই পোস্টটি এরই মধ্যে সরিয়ে নিয়েছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার।