বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৬ উইকেট হারিয়ে ‘দেউলিয়া’ শ্রীলঙ্কা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:২১

শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হেরে যায় ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে। দুই দলই এর আগে এশিয়া কাপ জিতেছে। এবার সেই সংখ্যা আরও একটি বাড়িয়ে নেয়ার সুযোগ।

এশিয়া কাপ ফাইনালে গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। শ্রীলঙ্কা খেলতে নেমে পড়েছে বেশ বিপাকেই। এ যেন ব্যাটিং করতে নামছেন আর উঠে যাচ্ছেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিল এ ফাইনাল ম্যাচের। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে কিছুটা দেরি হয়।

৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯ রান করেছে শ্রীলঙ্কা। পাতুন নিশাঙ্কা ফিরে গেছেন ২ রানে, কুশল পেরেরা নিয়ে মাঠ ছেড়েছেন শূন্য রানে। সাদিরা সামারাবিক্রমা শূন্য, চারিত আসালাঙ্কা ‍শূন্য, ধনাঞ্জয়া ডি সিলভা ৪ আর দাসুন শানাকা করে ফিরেছেন শূন্য রান।

এর আগে টস জিতে ব্যাটিং নেন স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ম্যাচ শুরু হতে যাওয়ার সময় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কাভার দিয়ে পিচ ঢেকে দেয়া হয়। বৃষ্টি থামলে শুরু হয় ম্যাচ।

এর আগে শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হেরে যায় ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে। দুই দলই এর আগে এশিয়া কাপ জিতেছে। এবার সেই সংখ্যা আরও একটি বাড়িয়ে নেয়ার সুযোগ।

শ্রীলঙ্কা একাদশ

দাসুন শানাকা (অধিনায়ক), পাতুন নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান ও মাতিশা পাতিরানা।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

এ বিভাগের আরো খবর