ক্রিকেট মাঠে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা আকর্ষণ ক্রিকেটপ্রেমীদের। মাঠের ভেতরে বাইরে,খেলার আগে পরে চলতে থাকে খেলার নানা বিচার-বিশ্লেষণ। এক অপরকে মজার ছলে কথার খোঁচাও দিতে দেখা যায় দর্শক কিংবা খেলোড়ারদের।
আগামী মাসে এশিয়া কাপ ও পরে ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ইতোমধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে বেশ সরব ক্রিকেট প্রেমীরাদর্শকদের পাশাপাশি এ দু দেশের সাবেক ক্রিকেটারদের ও দেখা গেছে নানা মন্তব্য করতে।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সম্প্রতি মন্তব্য করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার সেই মন্তব্যের উত্তর বেশ কড়া ভাষায় দিতে গেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুসকে।
ভারত একপেশে জয় পাওয়ার কারনে এখন আর আগের মত ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা নেই বলে মনে করেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘ভারত-পাকিস্থান ম্যাচ নিয়ে অনেক বেশি উত্তেজনা থাকে। তবে খেলার মান শেষ কয়েক বছরে সেই পর্যায়ে পৌঁছায়নি। কারণ পাকিস্তানের বিপক্ষে একপেশে জয় পায় ভারত। দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্ভবত প্রথমবার ভারতকে হারায় পাকিস্তান।’
গাঙ্গুলীর এমন মন্তব্য শুনে বেশ কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের ওয়াকার ইউনুস। এক ভিডিও বার্তায় ওয়াকার বলেন, ‘আমি এই বিষয়ে কোনও মন্তব্য করবো না। আমি মনে করি, আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। ভারতের বিপক্ষে (২০২১ সালে টি-২০ বিশ্বকাপ) পাকিস্তান যে ম্যাচটি জিতেছিলো, সেটি একপেশে ম্যাচ ছিলো। আমরা যে ম্যাচটা হেরেছি সেটি খুব কাছাকাছি ম্যাচ ছিল। তাই বলছি, তোমার যা মন চায় তা তুমি বলতেই পারো। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় বড় ছিলো। এই ম্যাচ এতটাই বড় যে, কারও কোনো বক্তব্যের আলাদা গুরুত্ব নেই।'
রাজনৈতিক কারণে ২০১২ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। তবে আইসিসি বা এশিয়ার কোনো টুর্নামেন্টেই মুখোমুখি হয় দু দল। ২০১৯ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিলো ভারত-পাকিস্তান। ইংল্যান্ডের ম্যানচেষ্টারে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৮৯ রানে হারিয়েছিল।
২০২১ সালে দুবাইয়ে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় পাকিস্তান। যে কোনো ফরম্যাটের বিশ্বকাপ মঞ্চে সেটিই ছিল ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়।