আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তার ক্লাব ফুটবলের জার্সি বদলের ঘোষণা আগেই দিয়েছেন। আসছে মৌসুমে ইন্টার মায়ামির হয়ে মাঠ কাঁপাবেন তিনি। কিন্তু পিএসজির জার্সিতেই এখনও মেসিকে দেখছেন ভক্তরা।
নতুন জার্সিতে কেমন দেখাবে মেসিকে! এ আগ্রহে অপেক্ষায় সারা বিশ্ব। এবার হয়তো অপেক্ষার অবসানের পালা।
ইন্টার মায়ামির শুক্রবারের এক বিবৃতিতে বলা হয়, খেলোয়াড়দের মাঠে এনে দর্শকদের পরিচয় করিয়ে দেয়া হবে। আসলে তারা তো সবারই চেনা। বিষয়টি হচ্ছে, নতুন জার্সিতে পুরনো সে উম্মাদনার বহিঃপ্রকাশ মাত্র। সে সঙ্গে প্রতিপক্ষের সামনে হাজির হওয়ার আগে নব উদ্দীপনা অর্জন।
ক্লাবটি এ অনুষ্ঠানকে ‘দ্য আনভেইল’ নামে অভিহিত করছে। নিজেদের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে এ আয়োজন করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে ১৬ জুলাই মেসিকে ক্লাবটির জার্সিতে দেখতে পাবেন দর্শকরা।
২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে মায়ামির খেলার কথা রয়েছে। ওই খেলায় মেসি থাকবেন সেটি স্বাভাবিক। তাই বিশ্ব ধরে নিয়েছিল ওই দিনই নতুন জার্সি গায়ে মেসির দেখা মিলবে।
আগে থেকে ক্লাবটির স্পষ্ট চূড়ান্ত ঘোষণা না দেয়ায় বিশ্বের ফুটবল ভক্তদের উৎসাহ আরও বেড়েছে। চমক রাখতেই হয়তো এ পথে হাঁটছে ক্লাবটি।
সাতবারের ব্যালন ডিঅর বিজয়ী মেসি গত মাসে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির ইতি টানেন। আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ শিরোপা উপহার দেয়া মেসির সঙ্গে ক্লাবটিতে আরও যোগ দেন তার সাবেক বার্সান সতীর্থ সার্জিও বুসকেটস। দুজনকেই একই অনুষ্ঠানের মাধ্যমে সবার সামনে হাজির করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনার কোচ জেরার্দো ‘টাটা’ মার্তিনোকে। পুরনো শিক্ষককে মেসি আবারও পাওয়ায় ক্লাবে নতুন মাত্রা যোগ হয়।