বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কারভালিয়োকে ধারে পাঠিয়ে ৭ কোটিতে লাইপসিগের মিডফিল্ডার কিনল লিভারপুল

শুক্রবার দলবদলের শেষ দিনে লাইপসিগ থেকে সোবসলাইয়ের রিলিজ ক্লসটি কার্যকর করে লিভারপুল। অন্যদিকে শুক্রবারই ২০ বছর বয়সী কারভালিয়োর লাইপসিগে যোগ দেয়ার কথা জানায় ইংলিশ ক্লাবটি।

গত মৌসুমে দলে ভেড়ানো তরুণ পর্তুগিজ মিডফিল্ডার উইলিয়াম কারভালিয়োকে জার্মান ক্লাব আরবি লাইপসিগে ধারে খেলতে পাঠিয়েছে লিভারপুল। সেই সঙ্গে লাইপসিগের প্রতিভাবান মিডফিল্ডার ডমিনিক সোবসলাইকে ৭০ মিলিয়ন (সাত কোটি) ইউরোর বিনিময়ে কিনে নিয়েছে ইংলিশ ক্লাবটি।

শুক্রবার দলবদলের শেষ দিনে সোবসলাইয়ের রিলিজ ক্লসটি কার্যকর করে লিভারপুল। সেদিনই চুক্তি সম্পন্ন করলেও ২২ বছর বয়সী হাঙ্গেরির এ তরুণ মিডফিল্ডারকে ক্লাবটি আজই দলে ভেড়ানোর ঘোষণা দিতে পারে বলে এক টুইট পোস্টে জানিয়েছেন ইতালির প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিৎসিও রোমানো।

পাঁচ বছর মেয়াদে ২০২৮ সালের জুন মাস পর্যন্ত লিভারপুলে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন সোবসলাই।

২০২১ সালে লাইপসিগের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে দলটির হয়ে ৯১ ম্যাচ খেলে তিনি ২০ গোল করার পাশাপাশি করেছেন ২২টি অ্যাসিস্ট। এর আগে অস্ট্রিয়ার ক্লাব রেডবুল জালসবুর্গের হয়ে ৮৩ ম্যাচে ২৬ গোলের পাশাপাশি করেন ৩৪ অ্যাসিস্ট।

মিডফিল্ডের সব পজিশন ছাড়াও ফরওয়ার্ডের একাধিক পজিশনে খেলার সামর্থ্য রয়েছে সোবসলাইয়ের। ক্যারিয়ারে এ পর্যন্ত ২২৬ ম্যাচ খেলা ২২ বছর বয়সী এ ফুটবলার সেন্ট্রাল মিডফিল্ডে ৫৯ ম্যাচ, অ্যাটাকিং মিডফিল্ডে ৩৭ ম্যাচ, লেফট মিডফিল্ডে ৩৩ ম্যাচ এবং রাইট মিডফিল্ডে ১৩ ম্যাচ খেলে গোল ও অ্যাসিস্ট করেছেন যথাক্রমে ১৫ ও ২৪টি, ৯ ও ৬টি, ১৫ ও ১৩টি এবং ২ ও ৮টি।

ফরওয়ার্ড পজিশনেও তার সাফল্য চোখে পড়ার মতো। সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনে এখন পর্যন্ত এক ম্যাচ খেলে কোনো গোল না পেলেও লেফট উইঙ্গার হিসেবে ২৬ ম্যাচে ৭ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি। এ ছাড়া রাইট উইঙ্গার হিসেবে ২৭ ম্যাচ খেলে আটটি অ্যাসিস্টের সঙ্গে গোল করেছেন ১১টি।

প্রিমিয়ার লিগের প্রতিযোগিতামূলক ফুটবলে তার এ প্রতিভা লিভারপুলের সাফল্যে অনেকখানি অবদান রাখবে বলে ধারণা করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

অন্যদিকে শুক্রবারই ২০ বছর বয়সী কারভালিয়োর লাইপসিগে যোগ দেয়ার কথা জানায় লিভারপুল। মূলত নিয়মিত খেলার সুযোগ দেয়ার প্রতিশ্রুতিতে কারভালিয়োকে আকৃষ্ট করেছে লাইপসিগ।

গত মৌসুমে খুব বেশি মাঠে নামার সুযোগ হয়নি কারভালিয়োর। লিভারপুলের হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে মাঠে নামেন তিনি। এর মধ্যে নতুন বছর শুরুর পর কেবল দুটি প্রিমিয়ার লিগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ হয় তার। চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপে খেলেন একটি করে ম্যাচ। ২১ ম্যাচে তিনবার পেয়েছেন জালের দেখা।

লাইপসিগ কারভালিয়োকে বেশ কিছুদিনে ধরে দলে ভেড়ানোর চেষ্টা করলেও কিছুতেই তাকে ছাড়তে রাজি হননি অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপ। পরে তাকে বিক্রি করলেও চুক্তিতে বাই-ব্যাক অপশন রেখে দেয়ার সিদ্ধান্তের কথা ক্লাব কর্তৃপক্ষকে জানান তিনি। কারভালিয়োর নিয়মিত খেলা ও লাইপসিগের জোরাজুরিতে পরে এক বছরের জন্য তাকে ধারে পাঠানোর সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।

২০২১-২২ মৌসুমে ফুলহ্যামের হয়ে কারভালিয়োর পারফরম্যান্সে তার ওপর নজর পড়ে লিভারপুলের। চ্যাম্পিয়নশিপে থেকে দলটিকে প্রিমিয়ার লিগে তোলার পথে ১০ গোল করেন তিনি। পরে গত মৌসুমের শুরুতেই তাকে দলে টানে লিভারপুল।

এ বিভাগের আরো খবর