বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাউন্টির প্রস্তাবও ফেরালেন ‘ব্যতিক্রমী’ তাসকিন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ জুন, ২০২৩ ১৭:১০

ইংলিশ কাউন্টি ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন।

বিদেশি লিগ মানেই টাকার ছড়াছড়ি। ওই ধরনের লিগ খেলতে সবসময়ই মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। অনেক সময় জাতীয় দলের সিরিজ থেকেও ছুটি নিতে দেখা যায় অনেক তারকা ক্রিকেটারকে। তবে এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম তাসকিন আহমেদ।

জাতীয় দলের হয়ে খেলতে বার বার বিদেশি লিগগুলোকে ফিরিয়ে দিয়েছেন তিনি। এবার ইংল্যান্ডের কাউন্টিতে খেলার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের এই পেসার।

সম্প্রতি ইংলিশ কাউন্টির ক্রিকেট দল ইয়র্কশায়ারের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসন তাকে ওই প্রস্তাব পাঠান।

গিবসন এখন ইয়র্কশায়ারে কোচের দায়িত্ব পালন করছেন। টাইগারদের দায়িত্ব পালনের সময় তাসকিনকে কাছ থেকে দেখেছেন তিনি। তার সাম্প্রতিক ফর্ম সম্পর্কেও তিনি ভালোভাবেই অবগত। তাই কাউন্টিতে তার দলে তিনি তাসকিনকে চেয়েছিলেন।

তবে বিশ্বকাপের আগে চোটের ঝুঁকি এড়াতে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন। বোর্ডের সঙ্গে পরামর্শ করেই কাউন্টি ক্রিকেটকে না বলে দিয়েছেন তিনি।

চলতি বছর ক্রিকেটের বড় দুটি বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এশিয়া কাপ নিয়ে শঙ্কা থাকলেও, আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপে তাসকিনকেই টাইগারদের পেস বোলিংয়ে নেতৃত্ব দিতে হতে পারে। তাই এ সময় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ প্রসঙ্গে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, ইয়র্কশায়ার চেয়েছিল তাসকিন যেন তাদের হয়ে খেলে। কিন্তু আমরা তাদের না করে দিয়েছি। কারণ আমরা চাই না বিশ্বকাপের আগে কাউন্টিতে লাল বলের ক্রিকেট খেলে আবার চোটের ঝুঁকিতে পড়ুক। সে মাত্রই (চোট থেকে) ফিরেছে এবং আমাদের টেস্ট স্কোয়াডে আছে। বিশ্বকাপের আগে আমরা তাকে কিভাবে (ফিটনেস অনুযায়ী) চাই সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে।’

চোটের কারণে সবশেষ আয়ারল্যান্ড সফরে খেলতে পারেননি তাসকিন। যদিও চোট কাটিয়ে তিনি অনুশীলনে ফিরেছেন, তবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে না খেলানোর সম্ভাবনাই বেশি।

২০২২ সালেও কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। যদিও তখন আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি তাকে।

ইংলিশ কাউন্টি ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। ২০২২ মৌসুমে তাকে পেতে চেয়েছিল আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে তখন সাউথ আফ্রিকা সফর থাকায় সে প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি।

সবশেষ পিএসএলে তাকে পেতে চেয়েছিল মুলতান সুলতানস। মোহাম্মদ রিজওয়ানের দলের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন।

এ বিভাগের আরো খবর