৩৯-এ এসেও অপ্রতিরোধ্য আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন সমানতালে। মেজর লিগ সকারের ম্যাচে গত রোববার নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। অধিনায়ক মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। তাতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষে তিনে ওঠে এসেছে ইন্টার মায়ামি।
এই ম্যাচে হ্যাটট্রিক অ্যাসিস্টে জাতীয় দল এবং ক্লাব মিলিয়ে ক্যারিয়ারের ৩৯৫ গোলে সরাসরি গোল সহায়তা করেন আর্জেন্টাইন অধিনায়ক। ৪০০ অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করতে মাত্র পাঁচ গোল দূরে মেসি। অন্যদিকে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড নিজের দখলে নিতে ফেরেঙ্ক পুস্কাসের ঘাড়ে নিশ্বাস ফেলছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।