ঢাকায় একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের দেয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার সফরকারীদের বিপক্ষে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছেন মুশফিক, মমিনুলরা।
টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৮৯ রান করে মধ্যাহ্ন বিরতিতে যায়। পরে মুশফিকের অর্ধশতকে ভর করে সহজ জয় পায় টাইগাররা।
তৃতীয় দিনে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান করা আয়ারল্যান্ড ঝুলিতে ৬ রান যোগ করে সব উইকেট হারায় চতুর্থ দিনে।
বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন লিটন দাস। ২০১৯ সালে আফগানিস্তানের সঙ্গে টেস্টের পর এটিই লিটনের প্রথমবারের মতো ওপেনিংয়ে নামা।
ম্যাচে ১৯ বল খেলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন লিটন। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ৯ বল খেলে ৪ রান করে আউট হন।
এ দুজন আউট হওয়ার পর তামিম ইকবালের সঙ্গে জুটি বাঁধেন আগের ইনিংসে নিজের দশম শতক পূর্ণ করা মুশফিকুর রহিম। দলীয় ১০৫ রানের মাথায় ব্যক্তিগত ৩১ রানে আউট হন তামিম।
পরের সময়ে মমিনুল হককে নিয়ে ম্যাচ জেতার মিশনে সফল হন মুশফিক। তিনি ৪৮ বলে ৫১ রান করেন। তাকে সঙ্গ দেয়া মমিনুল ২২ বল খেলে করেন ২০ রান।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৬৯ ও আয়ারল্যান্ড ২১৪ রান করে।