আহমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টে উসমান খাজার ১৮০ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৮০ রান করেছে অস্ট্রেলিয়া। কিন্তু উসমানের এই ইনিংসটি ভালো লাগেনি সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলীর।
ইউটিউবে শেয়ার করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, অস্ট্রেলিয়া যেভাবে খেলেছে দেখে মনে হয় ১৯৭০-৮০ দশকের কোনো দল খেলছে। প্রথম দিনে অস্ট্রেলিয়া করল ও দ্বিতীয় দিনে করল ২২৫। খেলা দেখা মনে হলো, অস্ট্রেলিয়া ২-১ এ সিরিজে এগিয়ে আছে, কিন্তু তারা এই ব্যবধানে সিরিজে পিছিয়ে আছে।
বাসিত বলেন, উসমান খাজা বাংলাদেশিদের মতো খেলেছে। তার মধ্য খুব ভয় কাজ করছিল। এটি একটি স্বার্থপর ইনিংস ছিল।
প্যাট কামিন্সের পরিবর্তে স্টিভ স্মিথকে সমালোচনা করে বাসিত আলি বলেন, স্টিভ ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডোর মানসিকতা অত্যন্ত দুঃখজনক। ওদের কোচ খুবই সাধারণ মানের একজন খেলোয়াড় ছিল। তার চিন্তাভাবনাও অত্যন্ত সাধারণ মানের। প্যাট কামিন্সকে নেতৃত্ব থেকে সরিয়ে স্মিথকে পুনর্বহাল করতে চাইছে। স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে ম্যাচ জিতেছে। এবার ওরা ড্রয়ের জন্য খেলছে।