সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ভর করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২৪৬ রান করেছে বাংলাদেশ।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে সোমবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
প্রথম ওভারের পঞ্চম বলে দলীয় ১ রানে পতন হয় লিটন দাসের উইকেটের। তৃতীয় ওভারের শেষ বলে আউট হন আরেক ওপেনার তামিম ইকবাল। দলের স্কোর তখন ১৭।
দু্ই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। ৫৩ রান করা শান্ত ফিরে যান ২৫তম ওভারে। দলীয় রান তখন ১১৫।
উইকেটে থাকার চেষ্টা করা মুশফিকের পতন হয় ১৫৫ রানের সময়। তার আগে ৯৩ বলে ৭০ রানের মূল্যবান ইনিংস উপহার দেন তিনি।
দলের নির্ভরতার প্রতীক সাকিব আল হাসানের ব্যাটও আজ হেসেছে। সেঞ্চুরি করতে না পারলেও ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলেন এ অলরাউন্ডার।
বাকি ব্যাটারদের মধ্যে আফিফ হোসেন (১৫ রান) ছাড়া কেউই দুই অঙ্কের কোঠা পার হতে পারেননি। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ করেন ৯ বলে আট রান। কোনো রান না করে প্যাভিলিয়নে ফিরে যান মুস্তাফিজুর রহমান।