ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইউনাইটেড। ম্যাচের একপর্যায়ে সিটি অনেকটা সময় এগিয়ে থাকলেও পাঁচ মিনিটের ব্যবধানে খেলার মোড় ঘুরে যায়। ৭৮ থেকে ৮২ মিনিটের মধ্যে দুই গোল হজম করে সিটিজেনরা।
ম্যানইউর প্রথম গোলটি ঘিরে অফসাইড নিয়ে বাধে বিতর্ক। প্রতিপক্ষের প্রথম গোলে রেফারি ও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নন পেপ গার্দিওলা।
ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি না হয়ে অন্য মাঠে হলে খেলার ফলটা অন্যরকম হতো বলেই মনে করেন সিটির কোচ।
ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা সিটির ফুটবলারদের পায়ে বল ছিল বেশিক্ষণ। আক্রমণ ও পাল্টা আক্রমণে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি দুই দলের কেউই।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু ৬০তম মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। জ্যাক গ্রিলিশের গোলে ১-০তে লিড নেয় দলটি। ম্যাচের একপর্যায়ে মনে হচ্ছিল ডার্বিতে সিটিই জয় নিয়ে মাঠ ছাড়বে। কেননা গোল হজমের পর খেই হারায় ম্যানইউ।
একের পর এক মিস পাস করছিলেন দলের খেলোয়াড়রা। বেশ অনেকটা সময় পর বল পেয়ে সমতায় ফিরতে সময় নেয়নি ম্যানইউ।
৭৮তম মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস। এর মিনিট চারেকের মধ্যে জয়সূচক গোলটি করেন মার্কাস রাশফোর্ড।
এ নিয়ে টানা সাত ম্যাচে গোলের দেখা পান তিনি। এতে করে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এরিখ টেন হাখের শিষ্যরা।
এ জয়ের ফলে নিউক্যাসলকে টপকে তৃতীয় স্থানে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর পয়েন্ট ১৮ ম্যাচে ৩৮; সিটির পয়েন্ট ১৮ ম্যাচে ৩৯। আর ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।