সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ২৮১ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাবে ১১ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
দুই উইকেটের এ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতল কিউইরা। এর মধ্য দিয়ে উপমহাদেশে ২০০৮ সালের পর প্রথম ওয়ানডে সিরিজ জিতল দলটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার টস জিতে ব্যাট করতে দলীয় ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ফখর জামানের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ২৮০ রানের সংগ্রহ দাঁড় করায় দলটি।
ফখর তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। ১০ চার ও এক ছয়ে ১২২ বলে ১০১ রান আসে ফখরের ব্যাট থেকে। এ ছাড়া মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৭৭ রান। আগা সালমান করেন ৪৫ রান।
নিউজিল্যান্ডের হয়ে ১০ ওভারে ৫৬ রান দিয়ে টিম সাওদি নেন ৩ উইকেট। এ ছাড়া লকি ফার্গুসন নেন দুটি উইকেট।
জবাবে কিউই ব্যাটার গ্লেন ফিলিপস ঝড়ে ম্লান হয়ে যায় ফখরের সেঞ্চুরি। তার ৪২ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সিরিজ জিতেছে ২–১ ব্যবধানে।
কিউই ব্যাটার ডেভন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে দুটি অর্ধশতক। ৬৫ বলে ৫২ রান করেন কনওয়ে। অন্যদিকে ৬৮ বলে ৫৩ রান আসে উইলিয়ামসনের ব্যাট থেকে।