বর্ষসেরা খেলোয়াড়দের মনোনীত তালিকা প্রকাশের সঙ্গে সেরা কোচদের তালিকাও প্রকাশ করেছে ফিফা। ২০২২ সালের বর্ষসেরা কোচের তালিকায় রয়েছেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালে কাতার বিশ্বকাপ পর্যন্ত কোচদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করেছে ফিফা। যে কারণে বিশ্বকাপের ফাইনাল খেলা ফ্রান্স ও আর্জেন্টিনা দুই দেশের কোচের নাম রয়েছে।
ফ্রান্সকে ফাইনালে নিয়ে যাওয়া দিদিয়ের দেশমও আছেন সে তালিকায়। ২০১৮ সালে বিশ্বকাপজয়ী দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। দেশমের অধীনে ২০২১ সালের নেশনস লিগের শিরোপা জিতেছে তারা।
এ দিক থেকে দেশমের চেয়ে এগিয়ে থাকবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। তার অধীনে সর্বশেষ ৪৩ ম্যাচের মধ্যে একবার হারের মুখ দেখেছে দলটি। বিশ্বকাপের সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি ছিল সেটি।
মরক্কোর কোচ ওয়ালিদ রেগরেগিও আছেন সেই তালিকায়। তার অধীনে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল উত্তর আফ্রিকার দেশ মরক্কো।
এ ছাড়া ক্লাব ফুটবলের দুই কোচ কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলার নাম আছে ৫ জনের এ তালিকায়। আনচেলত্তি রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতান গার্দিওলা।