বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন খুলনা টাইগার্সের পাকিস্তানী ব্যাটার আজম খান।
এবারের বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার ম্যাচের শুরুতে খুলনা টাইগার্সের তারকা ওপেনার তামিম ইকবাল রান তুলতে হিমশিম খেলেও আজম দেখালেন ভিন্ন চিত্র।
চার নম্বরে ব্যাট হাতে মাঠে নেমে শুরু করেন চার-ছক্কার ঝলক। ৩৩ বলে নিজের অর্ধ শতক তুলে নেয়ার পর আরও বেশি মারকুটে মেজাজে ব্যাট চালান আজম।
৫৮ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন তিনি। দারুণ এই ইনিংসটি খেলতে তিনি ৯টি চার ও ৮টি ছক্কা মারেন। আজমের সেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত খুলনা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে আজমের আগের সেরা ছিল ৮৮ রান। এবার নিজেকে ছাড়িয়ে গেলেন ২৪ বছর বয়সী আজম খান।
আজমের অনবদ্য শতক মিলিয়ে বিপিএলের ইতিহাসে এটি ২৬তম সেঞ্চুরি।