জাতীয় দলে খেলার সুযোগ হয়েছিল কেবল এক ম্যাচে, তাও সেই ২০১৫ সালে। এরপর যেন হারিয়ে যান। সেই ক্রিকেটারই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে গড়লেন অনন্য কীর্তি।
রংপুরের হয়ে ওপেন করা রনি তালুকদার ঝড়ো ব্যাটিংয়ে ১৯ বলে হাঁকিয়ে বসলেন ফিফটি। আর তাতে নাম উঠে গেল বিপিএলের রেকর্ডবুকে। সবচেয়ে কম বলে ফিফটি হাঁকানো ক্রিকেটার এখন তিনি।
তার টর্নেডো ইনিংসে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে ৫ উইকেটে খরচায় ১৭৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে রংপুর রাইডার্স।
বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই কুমিল্লার বোলারদের ওপর চড়াও হন রনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ভালো সংগ্রহ গড়ে দিতে সাহায্য করেন মোহাম্মদ নাঈম শেখ।
এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে পাওয়ার প্লের ছয় ওভারে বিনা উইকেটে ৬৪ রান তোলে রংপুর।
দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে ৯ চার ও এক ছক্কায় বিপিএলে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্রুততম অর্ধশতক বাগিয়ে নেন রনি। ফিফটি করে বেড়ে যায় তার ব্যাটের ধার।
কিন্তু ম্যাচের নবম ওভারে দলীয় ৮৪ রানে খুশদিল শাহের শিকারে পরিণত হয়ে থামতে হয় তাকে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৩১ বলে ৬৭ রান।
মারকুটে এই ব্যাটারকে হারানোর প্রভাব একটুও পড়তে দেননি নাঈম ও শোয়েব মালিক। দুজনে মিলে ম্যাচের একাদশতম ওভারেই দলের পুঁজি শতরানের কোঠা পার করেন।
৩৪ বলে ২৯ করে ফজল হক ফারুকির শিকার হয়ে সাজঘরের পথ ধরেন নাঈম। সঙ্গী শোয়েবও ফেরেন রান আউট হয়ে, ২৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে।
মালিকের বিদায়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় রংপুর। কমে যায় রান চাকার গতি। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ গড়ে রংপুর।