নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৪২ রানে পিছিয়ে আছে পাকিস্তান। স্বাগতিক দলের সংগ্রহ ছিল ৯ উইকেটে ৪০৭।
৩ উইকেটে ১৫৪ রান নিয়ে খেলতে নেমে ইমাম উল হক, সারফ্রাজ আহমেদ ও সাউদ শাকিলের দৃঢ়তায় লড়াই করে স্বাগতিক দল।
ইমাম ৮৩ রান করে আউট হন। সারফ্রাজের ব্যাট থেকে আসে ৭৮ রান।
তবে একপ্রান্ত আগলে রেখে অপরাজিত থাকেন শাকিল। তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১২৪ রানে অপরাজিত আছেন তিনি। তার ইনিংসে ছিল ১৭টি চার।
৩৩২ রানে সারফ্রাজের বিদায়ের পর টেইল এন্ডের সঙ্গে ব্যাট করেন সাউদ। সেখানে তাকে যোগ্য সহায়তা দেন আঘা সালমান। ৪১ রান করে আউট হন তিনি।
ব্যাটিং সহায়ক করাচির উইকেট তৃতীয় দিনে এসে টার্ন করা শুরু করেছে। যার ফায়দা নিয়েছেন দুই ব্ল্যাক ক্যাপ স্পিনার আজাজ প্যাটেল ও ইশ সোধি।
৮৮ রানে ৩ উইকেট নেন প্যাটেল। আর ৯৪ রানে ২ দুই উইকেট নিয়েছেন সোধি।
এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৪৪৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।