বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠছে শুক্রবার। টুর্নামেন্ট সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। এবারের আসরে প্রথমবারের মতো রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা।
বিপিএলের নবম আসর সামনে রেখে প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরেছে খুলনা টাইগার্স। খুলনার দেয়া ৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ৫৭ বল হাতে রেখেই জয় বাগিয়ে নেয় রংপুর।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আগে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয় সঙ্গী হয় খুলনার।
ইনজুরি কাটিয়ে ফেরা তামিম ইকবালের দিকে সবার চোখ থাকলেও খুলনার হয়ে ওপেন করেন জুনিয়র সোহান আর মুনিম শাহরিয়ার। তামিম নামেন চারে।
ইনজুরি কাটিয়ে ফেরার ম্যাচে তামিম হতাশ করেন সবাইকে। প্রথম বলেই বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলামের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউয়ের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে প্রতিবাদ জানালেও তাতে খুব একটা লাভ হয় নি।
ব্যাটিং বিপর্যয়ের দিনে খুলনার হয়ে সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রানের ইনিংস আসে ওপেনার হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে। ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদ দুইজনই খেলেন দলের তৃতীয় সর্বোচ্চ ১১ রানের ইনিংস।
তামিমের মতো শূন্য রানে বিদায় নেন সাব্বির রহমানও। দুই বল খেলে রানের খাতা খোলার আগে তাকে সাজঘরের পথ দেখিয়ে দেন মেহেদী হাসান।
নিয়মিত আসা যাওয়াই ছিল খুলনা শিবিরের দৃশ্য। আর এর প্রেক্ষিতে সবগুলো উইকেট হারিয়ে ৮৭ রানের পুঁজি পায় খুলনা।
রংপুরের হয়ে দুটি করে উইকেট নেন রাকিবুল হাসান, মেহেদী হাসান ও রিপন মন্ডল। একটি করে উইকেট নিয়েছেন রবিউল হক, আলাউদ্দিন বাবু, হাসান মাহমুদ ও শামিম হোসেন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়েই জয় পায় রংপুর। সিকান্দার রাজা ৩১ ও পারভেজ ইমন ২০ রান করেন।