বিশ্বকাপ জয়ের পর ছুটি কাটিয়ে মঙ্গলবার প্যারিসে ফিরেছেন লিওনেল মেসি। পরদিন অর্থাৎ বুধবার আর্জেন্টিনার অধিনায়ক যোগ দিয়েছেন অনুশীলনে।
অনুশীলনে এদিন মেসিকে বিশ্বকাপ জয়ের জন্য গার্ড অফ অনার দেন ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। মেসির হাতে এরপর বিশেষ স্মারক তুলে দেয়া হয়।
বিশ্বকাপ জয়ের পর টানা দুই সপ্তাহ আর্জেন্টিনায় ছিলেন মেসি। সে বিরতিতে ফরাসি সংবাদ মাধ্যমে গুঞ্জন রয়েছে ক্লাবের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করেছেন মেসি। আরও একবছর বাড়িয়ে ২০২৪ পর্যন্ত পিএসজিতে থাকছেন তিনি।
সামনের সপ্তাহেই ঘোষণা আসতে পারে নতুন চুক্তির এমন আভাস দিয়েছেন ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো।
মেসি দলে ফেরার পর পিএসজির প্রথম ম্যাচ শুক্রবার। ওই দিন ফ্রেঞ্চ কাপের ম্যাচে শ্যাতেরুর মোকাবিলা করবে প্যারিসিয়ানরা।
এরপর ১১ জানুয়ারি ফ্রেঞ্চ লিগে অঁজির বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই দুই ম্যাচের যেকোনো একটিতে দেখা যেতে পারে মেসিকে।