বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকেও চেয়েছিলেন আল-নাসর কোচ

  •    
  • ২ জানুয়ারি, ২০২৩ ২০:০৮

সংবাদ সম্মেলনে আল-নাসরের কোচকে এই মহাতারকা সম্বন্ধেই শুনতে হয়েছে সবচেয়ে বেশি প্রশ্ন। একপর্যায়ে কোচ রুদি গার্সিয়া মজা করেই বলেন তিনি মেসিকেও দলে চেয়েছিলেন।

ক্রিস্টিয়ানো রোনালডোকে অবিশ্বাস্য অঙ্কের চুক্তিতে দলে ভিড়িয়ে হইচই ফেলে দিয়েছে আল-নাসর। সৌদি আরবের এ অখ্যাত ক্লাব এখন ফুটবল বিশ্বের আলোচিত নাম।

রোনালডোর সই নিশ্চিত করার পর ক্লাবের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আল-নাসরের কোচকে এই মহাতারকা সম্বন্ধেই শুনতে হয়েছে সবচেয়ে বেশি প্রশ্ন। একপর্যায়ে কোচ রুদি গার্সিয়া মজা করেই বলেন তিনি মেসিকেও দলে চেয়েছিলেন।

গার্সিয়া বলেন, ‘আমি মেসিকেই দোহা থেকে সরাসরি এখানে আনতে চেয়েছিলাম।’

কাতার বিশ্বকাপ খেলতে মেসি ডিসেম্বরের ২৯ তারিখ পর্যন্ত দোহাতেই ছিলেন। তার নেতৃত্বেই মধ্যপ্রাচ্যে হওয়া বিশ্বকাপের শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে আল-নাসরের আরও এক খবর। রোনালডোর পর লুকা মডরিচের সঙ্গেও যোগাযোগ করেছিল সৌদি ক্লাবটি।

মডরিচের জন্য বড় অঙ্কের অফার প্রস্তুত করেছিল তারা। তবে, রিয়াল মাদ্রিদের অধিনায়ক মডরিচ সে প্রস্তাব সঙ্গে সঙ্গেই নাকচ করে দিয়েছেন।

৩৭ বছর বয়সী মডরিচের সঙ্গে রিয়ালের চুক্তি রয়েছে মৌসুমের শেষ পর্যন্ত। সেটা পূর্ণ করতে চান এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।

এ বিভাগের আরো খবর