বিশ্বকাপ জয়ের পর টানা দুই সপ্তাহ আর্জেন্টিনায় ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের উদযাপন ও ছুটি শেষ হচ্ছে আজ। কাল তিনি যোগ দিচ্ছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) অনুশীলন ক্যাম্পে।
লাঁসের কাছে মৌসুমের প্রথম হারের পর মেসির ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি ম্যানেজার ক্রিস্তোফ গলতিয়ে। সংবাদ সম্মেলনে তিনি জানান, মেসি মঙ্গলবার ফিরছেন।
গলতিয়ে যোগ করেন, ‘আমরা তাকে সাদরে শুভেচ্ছা জানাতে চাই। আমরা নিশ্চিতভাবে জানি যে সে ৩ জানুয়ারি যোগ দিচ্ছে।’
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে মেসির দল। জয়ের পর আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় ফ্রান্স ও পিএসজির বড় তারকা কিলিয়ান এমবাপেকে বিদ্রুপ করেছেন। এ নিয়ে মেসি ফেরার পর পিএসজি সমর্থকদের রোষে পড়বেন কি না- এমন প্রশ্নের জবাবে গলতিয়ে বলেন, মেসিকে বিশ্ব চ্যাম্পিয়নের মতোই বরণ করা হবে।
পিএসজি কোচ বলেন, ‘তাকে ঘরের মাঠে যোগ্য সংবর্ধনাই দেয়া হবে। পার্ক দ্য প্রিন্সেসে সে উপযুক্ত সম্মান পাবে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সে বিশ্বকাপে দারুণ খেলেছে ও সবচেয়ে বড় ট্রফিটা জিতেছে।
‘এত বড় অর্জনের পাশাপাশি আমাদের এও মনে রাখতে হবে যে সে মৌসুমের শুরুতে পিএসজির হয়ে কী করেছে।
মেসি দলে ফেরার পর পিএসজির প্রথম ম্যাচ শুক্রবার। ওই দিন ফ্রেঞ্চ কাপের ম্যাচে শ্যাতেরুর মোকাবিলা করবে প্যারিসিয়ানরা।
এরপর ১১ জানুয়ারি ফ্রেঞ্চ লিগে অঁজির বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই দুই ম্যাচের যেকোনো একটিতে দেখা যেতে পারে মেসিকে।