বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে দিল্লিতে ফেরেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ট। সেখান থেকে পরিবারকে সারপ্রাইজ দিতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
দিল্লি-দেরাদুন হাইওয়েতে শুক্রবার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন লেগে যায় তার গাড়িতে। যে কারণে চালকের আসনে থাকা পান্ট গুরুতর আহত হয়েছেন, তবে অল্প সময়ের মধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। পান্টের বিএমডব্লিউ গাড়িটি নিজেই চালাচ্ছিলেন। দিল্লি-দেরাদুন সড়কে অসাবধানতায় হঠাৎ সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা মারে তার গাড়ি।
গাড়িটি দুমড়েমুচড়ে সঙ্গে সঙ্গেই আগুন লেগে গেলে কোনো রকমে তিনি বের হয়ে আসেন। এ সময় আঘাত লাগে ভারতীয় দলের এই উইকেটরক্ষকের। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।
উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার বলেন, ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় দুর্ঘটনাটি ঘটে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।