বিশ্বকাপের নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এনজো ফার্নান্দেস। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপ শেষে তাকে নিয়ে প্রত্যাশামতো শুরু হয়েছে ইউরোপের বড় দলগুলোর কাড়াকাড়ি। বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে খেলা এনজোর সইয়ের পেছনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তাস ও চেলসির মতো ক্লাবগুলো।
পর্তুগালের পত্রিকা কোরেইয়ো দে মানিয়ার দাবি করেছে এনজোকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে রয়েছে ইংলিশ ক্লাব চেলসি। তাদের এক প্রতিবেদনে এ-ও দাবি করা হয়েছে যে এনজোর বাই আউট ক্লজের পুরো অর্থ মিটিয়ে দিতে রাজি হয়েছে ইংলিশ জায়ান্টরা।
এনজোর বর্তমান বাই আউট ক্লজ ১ কোটি ২০ লাখ ইউরো। এনজোর দলবদল চূড়ান্ত করতে এরই মধ্যে চেলসির প্রতিনিধিদল লিসবন পৌঁছেছে বলে জানিয়েছে পত্রিকাটি। তারা আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে জানুয়ারিতেই দলে চাচ্ছে।
এনজোর এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে বেনফিকা ও চেলসির আলোচনা অনেকদূর গড়িয়েছে বলেও জানিয়েছে কোরেইয়ো। মেন্দেস ক্রিস্টিয়ানো রোনালডো, জোয়াও ফেলিশের মতো হাই প্রোফাইল তারকার এজেন্ট।
এনজোকে ১ কোটি ২০ লাখ ইউরো দিয়ে চেলসি দলে টানলে তিনি হবেন ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি খেলোয়াড়। এর আগে ইউভেন্তাস থেকে পল পগবাকে ১ কোটি ৬ লাখ ইউরো দিয়ে দলে টেনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।