বিশ্বকাপ থেকে জোর করে কারিম বেনজেমাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছিল এমনটা দাবি তার এজেন্ট কারিম দিয়াজিরির। বেনজেমার ইনজুরির যে অবস্থায় ছিল তাতে কিছুটা অপেক্ষা করলে নকআউট পর্বে খেলার সম্ভাবনা ছিল এমনটা অভিমত তার।রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকারের এজেন্ট নিজের টুইটারে এ সম্পর্কে বলেছেন, ‘আমি এ ব্যপারে তিনজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেছি। তারা সবাই আমাকে নিশ্চিত করেছেন আটদিনের মধ্যে তার দলে ফিরে আসার সম্ভাবনা ছিল। অন্তত বেঞ্চে সে থাকতে পারত।’বিশ্বকাপ শুরু হবার আগে অনুশীলন ক্যাম্পে ঊরুর ইনজুরিতে পড়ে বেনজেমার মাঠে নামা হয়নি। ফরাসি কোচ দিদিয়ের দেশম বেনজেমার বদলি হিসেবে ঐ মুহূর্তে নতুন কাউকে দলে অন্তর্ভূক্ত করেনি। যে কারণে ফ্রান্স দল ২৫ জন সদস্য নিয়েই বিশ্বকাপ শেষ করেছেন।এমন গুঞ্জনও শোনা গিয়েছিল ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হয়তো দলে ফিরতে পারেন ব্যালন ডরজয়ী বেনজেমা। কিন্তু বাস্তবে তা ঘটেনি। ফ্রান্সকে ফাইনালে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। পরদিনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন বেনজেমা। ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে বেনজেমা ফ্রান্সের জার্সি গায়ে ৩৭ গোল করেছেন।
‘বিশ্বকাপের নকআউটে খেলতে পারতেন বেনজেমা’
বেনজেমার ইনজুরির যে অবস্থায় ছিল তাতে কিছুটা অপেক্ষা করলে নকআউট পর্বে খেলার সম্ভাবনা ছিল এমনটা অভিমত দিয়াজিরির।
এ বিভাগের আরো খবর/p>