বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মার্তিনেস ও কোতিনিয়োকে ছেড়ে দিতে চায় অ্যাস্টন ভিলা

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২২ ১৬:৫৮

অক্টোবরে ভিলা বরখাস্ত করে ম্যানেজার স্টিভেন জেরার্ডকে। তার জায়গায় আসেন অভিজ্ঞ ম্যানেজার উনাই এমেরি। এমেরির সঙ্গে মার্তিনেস ও কোতিনিয়োর বনিবনা হচ্ছে না বলে দাবি করেছে ইংলিশ সংবাদমাধ্যমগুলো। 

সামনের মাসের ট্রান্সফার উইন্ডোতে নিজেদের দলের অন্যতম সেরা দুই তারকাকে ছেড়ে দিতে প্রস্তুত হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব অ্যাস্টন ভিলা। দুই তারকা হলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস ও অ্যাটাকার ফিলিপে কোতিনিয়ো।

অক্টোবরে ভিলা বরখাস্ত করে ম্যানেজার স্টিভেন জেরার্ডকে। তার জায়গায় আসেন অভিজ্ঞ ম্যানেজার উনাই এমেরি। এমেরির সঙ্গে মার্তিনেস ও কোতিনিয়োর বনিবনা হচ্ছে না বলে দাবি করেছে ইংলিশ সংবাদমাধ্যমগুলো।

আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেস বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন। তবে ভিলা বস এমেরি তার আচরণে সন্তুষ্ট নন। ফ্রান্সের কিলিয়ান এমবাপেকে বিদ্রুপ করে তার পুতুল নিয়ে বিশ্বকাপ জয় উদযাপন করে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন মার্তিনেস।

দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমেরি তাকে আর রাখতে চান না। ৩ কোটি ইউরো বাজারমূল্যের মার্তিনেসকে দলে ভেড়াতে আগ্রহী অনেকগুলো বড় ক্লাব। এর মধ্যে উল্লেখযোগ্য বায়ার্ন মিউনিখ ও ইউভেন্তাস।

মার্তিনেসের ক্লাব সতীর্থ কোতিনিয়ো ভুগছেন চোটে। ২০২২-২৩ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬৪০ মিনিট মাঠে ছিলেন ৩০ বছর বয়সী এ ব্রাজিলিয়ান। এখনও কোনো গোল বা অ্যাসিস্ট আসেনি তার কাছ থেকে। বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন।ক্লাব সূত্রের বরাত দিয়ে ইংল্যান্ডের সংবাদপত্রগুলো জানিয়েছে কোতিনিয়োকে জানুয়ারি মাস শেষ হবার আগেই নতুন ক্লাব খুঁজতে বলা হয়েছে। ইপিএলের আরেক ক্লাব নিউকাসল ইউনাইটেড হতে পারে তার নতুন ঠিকানা।

এ বিভাগের আরো খবর