টেস্টে বাংলাদেশের জয়, সে যেন বিরল ঘটনা। তবুও শক্তিশালী ভারতের বিরুদ্ধে টেস্ট জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে টাইগাররা। ১৪৫ রানের মধ্যেই ভারতের সবগুলো উইকেট তুলে নিতে চায় তারা। ইতিমধ্যে ৪ টি উইকেট তুলে নিয়েছে তারা তৃতীয় দিনের শেষ সেশনে।
বনেদি ফরম্যাটে ২২ বছর ধরে খেলে আসা বাংলাদেশ ১৩৫ ম্যাচের ভেতর জয়ের দেখা পেয়েছে মাত্র ১৬টিতে। ১০১ টেস্টে হারের পাশাপাশি রয়েছে ১৮টি ড্র। যার বেশিরভাগই কিনা পাওয়া বৃষ্টির কল্যাণে।
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডকে হারিয়ে এমনই এক অবিশ্বাস্য নজির স্থাপন করেছিল টাইগাররা। কিন্তু পরের ম্যাচ থেকেই আবার সেই চিরচেনা রূপ। হার হার আর হার। হারের বৃত্তটা যেন নিজেদের আপন নিবাস বানিয়ে নিয়েছে টিম বাংলাদেশ।
হারের সেই ধারা অব্যাহত আছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও। সিরিজের প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টের শুরু থেকেই আটঘাট বেঁধে নেমেছিল সাকিব বাহিনী । টেস্টের অধরা জয় বাগিয়ে নিতে মরিয়া চেষ্টা চলছে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেই জয়ের রাস্তাটা অনেকটা এগিয়েই রাখল বাংলাদেশ্
তৃতীয় দিনের শেষাংশে জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে ভারত। ৪৫ রানেই সাকিব-মিরাজের ঘূর্ণি সামাল দিতে ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন সফরকারীদের চার ব্যাটার।
সবাই আটকে ছিলেন এক অঙ্কের রানে। শুভমান গিল করেন ৭ রান, লোকেশ রাহুল ২, চেতেশ্বর পূজারা ৬ আর বিরাট কোহলির ব্যাট থেকে আসে ১ রান।
কিন্তু বিপদ এখনও কাটেনি। কেননা এখনও যে নামাই হয়নি ভারতের ভরসার দুই মূহ্যমান প্রতীক রিশভ পন্ত ও শ্রেয়াশ আইয়ারের। এই দুই ব্যাটার তাই এখন নজরে বাংলাদেশের।
জয়ের হাতছানি পেতে থাকা স্বাগতিকদের এখন লক্ষ্য দিনের শুরুতেই বড় ইনিংস খেলার আগেই পন্ত ও আইয়ারকে থামিয়ে দেয়া। সেটি সম্ভব হলেই জয়ের সুবাস পাওয়ার সম্ভাবনা জাগবে বাংলাদেশের।
দিন শেষে সংবাদসম্মেলনে এমনটাই জানান টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস।
লিটন বলেন, ‘আপনার হাতে যতই ভালো ক্রিকেটার থাকুক, বড় বড় ব্যাটসম্যান থাক, তার পর যখন আর কোনো উইকেট থাকবে না, তখন সে চাইলেও অনেক কিছু করতে পারবে না।
‘আমরা যদি আগামীকাল সকালে দুটি উইকেট নিয়ে নিতে পারি... এরপর রিশাভ আছে, আইয়ার আছে, তারা অবশ্যই ভালো খেলোয়াড়। তবে তারা অবশ্যই চাপে থাকবে’, তিনি যোগ করেন।
জয়ের জন্য ভারতের প্রয়োজন আর মাত্র ১০০ রান। সফরকারীদের হাতে আছে ২ দিন ও ৬টি উইকেট। বাস্তবিকপক্ষে চিন্তা করলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণ। কিন্তু খেলাটা যে ক্রিকেট। সকল অসম্ভব বিষয় এখানে এসে সম্ভাবনার দ্বার খুলে বসে। সে দিক দিয়ে চিন্তা করলে টাইগার ভক্তরা জয়ের স্বপ্ন বুনতেই পারেন।