সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। দলীয় ৩ রানে সাকিব আল হাসানের প্রথম উইকেটের পর দারুণ উজ্জীবিত হয়ে ওঠে বাংলাদেশ। এরপর তিন টপ-অর্ডার ব্যাটারকে ফিরিয়ে দিয়ে স্বপ্ন দেখছে দারুণ কিছু করার।
বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ৮ ওভার বল করে ১২ রান দিয়ে একাই নেন ৩ উইকেট। সাকিব নেন একটি উইকেট।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানের জবাবে ৩১৪ করে অলআউট হয় ভারত।
বাংলাদেশের দেয়া ১৪৫ রানের জবাবে লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। একের পর উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
ইনিংসের তৃতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভেঙে আউট হন লোকেশ রাহুল। অধিনায়ক সাকিব আল হাসানের বলে উইকেটের পেছন থেকে ক্যাচ ধরেন নুরুল হাসান সোহান। ৭ বলে ২ রান করে ফিরে যান ভারতীয় এই ওপেনার।
এরপর বেশি সময় টিকতে পারেননি চেতেশ্বর পূজারা। ৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন তিনি। তার ব্যাট মাটিতে পড়ার আগেই স্ট্যাম্প ভাঙেন নুরুল হাসান সোহান।
ভারতের আরেক টপ অর্ডার ব্যাটার শুভমান গিলও মিরাজের শিকারে পরিণত হয়ে সাজঘরের পথ ধরেন। শুভমানের ব্যাট থেকে আসে ৭ রান। এমন পরিস্থিতিতে হাল ধরার চেষ্টা করেন তারকা ব্যাটার ভিরাট কোহলি, কিন্তু ১ রান করে তিনিও আউট হয়ে ফেরেন মিরাজের বলে।
শেষ পর্যন্ত ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে ভারত। চতুর্থ দিনে ভারতের দরকার ১০০ রান আর জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৬টি উইকেট।