বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিচার্লিসনের গোলটিই এবারের বিশ্বকাপের সেরা

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২২ ০৯:৪৯

বিশ্বকাপের সেরা গোল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ভোটাভুটির আয়োজন করে ফিফা। সেই ভোটে সেরা হয়েছে ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসনের গোলটি।

কাতারে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বিদায় নিলেও ফের আলোচনায় এসেছেন দলের তারকা ফরোয়ার্ড রিচার্লিসন। তার দারুণ কিক থেকে জালে জড়ানো বলকে ‘গোল অফ দ্য টুর্নামেন্ট’ হিসেবে বেছে নিয়েছে ফিফা।

গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াসের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ে রিসিভ করে বলটি একটু ওপরের দিকে তোলেন রিচার্লিসন। এরপর ঘুরে গিয়ে ডান পায়ে বাইসাইকেল কিকটি করেন তিনি।

বল বাঁ দিকের পোস্ট ঘেঁষে সার্বিয়ার জালে জড়ালে দারুণ গোলটি হয়। সে সময় ম্যাচের ধারাভাষ্যকার বলেছিলেন, এটি টুর্নামেন্টের সেরা গোলের একটি হতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটাভুটিতে টটেনহ্যাম তারকা রিচার্লিসনের গোলকে বিশ্বকাপের সেরা হিসেবে নির্বাচিত করে ফিফা। শুক্রবার ওই ভোটের ফল প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বাছাই করা অন্য গোলগুলোর মধ্যে ছিল পোল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপের, ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের এবং মেক্সিকোর বিপক্ষে এনজো ফার্নান্দেসের গোল।

কাতার বিশ্বকাপে সব মিলিয়ে ১০ গোল বাছাই করে ফিফা। সেখানে সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের আরও একটি গোল মনোনীত হয়েছিল। অন্য গোলগুলোর মধ্যে রয়েছে ব্রাজিলের বিপক্ষে পাইক–সেং–হুয়োর গোল, ইকুয়েডরের বিপক্ষে নেদারল্যান্ডসের কোডি গাপকোর গোল।

এ ছাড়া সার্বিয়া ও ক্যামেরুনের ম্যাচে ভিনসেন্ট আবুবকরের গোল, সৌদি আরবের বিপক্ষে মেক্সিকোর লুইস চাভেজের এবং আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের সালেম–আল দাওসারির গোলটিও জায়গা করে নেয় সেরা দশে।

এ বিভাগের আরো খবর