বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ মুহূর্তের গোলে শেখ রাসেলের বাজিমাত

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২২ ১৯:২৫

১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণে যায় দুই দল ৬৪ মিনিটে মধ্য মাঠের খেলোয়াড় কৌশিক বড়ুয়া গোল করে শেখ জামালকে ২-১ গোলে এগিয়ে দেন। অতিরিক্ত সময়ের গোলে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান সোমা ওটনি। কিন্তু শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বাজিমাত করেন ম্যাচে দুই গোল পাওয়া ফরওয়ার্ড কর্নেলিয়াস ইজেকিয়েল স্টুয়ার্ট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জমজমাট লড়াই দেখল গোপালগঞ্জ। আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচে একেবারে শেষ সময়ের গোলে নাটকীয় জয় পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হেরে গেলেও মাথা উঁচু করেই ঘরে ফেরে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

ক্ষণে ক্ষণে রং পাল্টানো এই ম্যাচে ৩-২ গোলে জয় পায় শেখ রাসেল। তাদের হয়ে দুটি গোল করেছেন কর্নেলিয়াস ইজেকিয়েল স্টুয়ার্ট।

শুক্রবার দুপুর আড়াইটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

প্রথমার্ধের শুরুতেই আক্রমণে মুক্তিযোদ্ধার রক্ষণভাগকে ব্যস্ত করে রাখে শেখ জামাল। পাল্টা আক্রমণ চালাতে থাকে মুক্তিযোদ্ধা। কিন্তু সুযোগ মিসের মহড়ায় ৩০ মিনিট পযর্ন্ত গোল বঞ্চিত থাকে দুই দল।

৩১ মিনিটে ফরওয়ার্ড কর্নেলিয়াস ইজেকিয়েল স্টুয়ার্ট গোল করে শেখ জামালকে এগিয়ে দেন। ৪৩ মিনেটে শেখ জামালের ডিবক্সের বাইরে ফ্রি কিক পায় মুক্তিযোদ্ধা। রক্ষণভাগের খেলোয়াড় নাজিম জুনিয়র আদেয়িংকা ফ্রি কিক থেকে সরাসরি গোল করে সমতায় ফেরান দলকে।

আর কোনো গোল না হলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণে যায় দুই দল ৬৪ মিনিটে মধ্য মাঠের খেলোয়াড় কৌশিক বড়ুয়া গোল করে শেখ জামালকে ২-১ গোলে এগিয়ে দেন।

অতিরিক্ত সময়ে মধ্য মাঠের খেলোয়াড় সোমা ওটনি গোল করে সমতায় ফেরান মুক্তিযোদ্ধাকে।

ড্রয়ে ম্যাচ শেষ হচ্ছে, এই ভাবনার মধ্যে এক মিনিট পরেই জাদু দেখানইজেকিয়েল স্টুয়ার্ট। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে আরও একবার গোলের বাঁশি বাজান রেফারি। বাজিমাত করে শেখ জামাল।

এ বিভাগের আরো খবর