বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল শেষ হওয়ার পর আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের উদযাপন নিয়ে সরগরম ফুটবল দুনিয়া। কিলিয়ান এমবাপের ‘পুতুল’ নিয়ে উদযাপন উদযাপন করে নিন্দার শিকার হয়েছেন মার্তিনেস। তার বিরুদ্ধে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ করেছে ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন।
বিশ্বকাপের ট্রফি নিয়ে ছাদ খোলা বাসে করে যাওয়ার সময় দেখা যায় মার্তিনেসের হাতে এমবাপের পুতুল। যা স্বাভাবিক মনে হয়নি ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নোয়েল গ্রায়েতের।
তিনি বলেন, ‘মার্তিনেসের এই আচরণ ছিল অস্বাভাবিক। এমন কিছু তিনি কেন করেছেন তা আমি বুঝতে পারছি না। এটা বাড়াবাড়ি হয়েছে। এমবাপের অভিযোগ সঠিক।’
ফাইনলের পরে ফ্রান্সের সাবেক ডিফেন্ডার আদিল রামি ইনস্টাগ্রামে মার্টিসকে নিয়ে লিখেছিলেন, ‘মার্তিনেস সবচেয়ে ঘৃণিত ফুটবলার।’
এমবাপের সঙ্গে আর্জেন্টিনার ফুটবলারদের দ্বন্দ্ব গত বিশ্বকাপ থেকে। ২০১৮ সালের বিশ্বকাপ জয়ের পর মেসিকে নিয়ে গান বানিয়েছিলেন ফরাসি দলের ফুটবলাররা। যেটা ভালোভাবে নেয়নি আর্জেন্টিনার ভক্তরা।
বিশ্বকাপের মাস চারেক আগে এমবাপে উত্তেজনা বাড়ান দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ে মন্তব্য করে। এমবাপে বলেন, ইউরোপের দলগুলো দক্ষিণ আমেরিকার ব্রাজিল-আর্জেন্টিনার চেয়ে অনেক এগিয়ে ও দুই মহাদেশের ফুটবলের মধ্যে কোনো তুলনা হয়না।
এমবাপের মন্তব্য নিয়ে ওই সময় নিন্দা জানিয়েছিলেন ব্রাজিলের সাবেক কোচ লিওনার্দো তিতেসহ দক্ষিণ আমেরিকার সাবেক গ্রেটরা।