৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের পর আনন্দে ভাসছে পুরো আর্জেন্টিনা। অভিনন্দন আসছে ফুটবলবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। তবে সবচেয়ে বড় শুভেচ্ছা এসেছে ফুটবলবিশ্বের সবচেয়ে বড় নামের কাছ থেকেই।
ব্রাজিলের ফুটবলসম্রাট পেলে মেসি ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বকাপ জয়ের পর। লিওনেল মেসিকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনবারের বিশ্বকাপজয়ী একমাত্র এই কিংবদন্তি কিলিয়ান এমবাপে, মরক্কো ফুটবল দলসহ পুরো বিশ্বকাপ নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এক ইনস্টাগ্রাম পোস্টে পেলে লেখেন, ‘ফুটবল আজ তার জাদুর ঝাঁপি খুলেছিল। তার যাত্রার প্রাপ্তি হিসেবে মেসি বিশ্বকাপ জিতেছে। আমার বন্ধু এমবাপে ফাইনালে ৪ গোল করেছে। আমাদের খেলার এই অসাধারণ ভবিষ্যতকে দেখতে পাওয়াটা কী আনন্দের!
‘মরক্কোর কথা কীভাবে ভুলি! অবিশ্বাস্য এক টুর্নামেন্টের জন্য তাদের শুভেচ্ছা। আফ্রিকাকে সফল হতে দেখতে পাওয়াটা দুর্দান্ত। আর্জেন্টিনাকে অভিনন্দন। আমি নিশ্চিত ডিয়েগো এখন হাসছে।’
ডিসেম্বরের শুরুতে গুরুতর অসুস্থ অবস্থায় সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন পেলে। বিশ্বকাপ উপভোগ করেছেন হাসপাতাল থেকে।
ব্রাজিল দলকে অনুপ্রেরণা দিতে একাধিক বার্তা পাঠিয়েছেন। ব্রাজিল দলও ম্যাচ শেষে পেলের প্রতি উৎসর্গ করেছে তাদের জয়।
ব্রাজিলের সংবাদপত্র ‘ফোলিয়া দে সাও পাওলো’র প্রতিবেদনে বলা হয়, পেলেকে রাখা হয়েছে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ। কেমোথেরাপি কাজ করছে না তার শরীরে।
প্যালিয়াটিভ কেয়ার একটি বিশেষ ব্যবস্থা। মুমূর্ষু রোগীদের এই ব্যবস্থায় নেয়া হয়। যখন রোগীর শরীরে কোনো চিকিৎসা কাজ করে না, তখনই তাকে প্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়।
কয়েক বছর ধরে পেলে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। গত বছর তার কোলন টিউমারও ধরা পড়ে। শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপ হওয়ায় তাকে আর প্রকাশ্যে দেখা যায় না এখন।