চলতি বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের খবর। পুরো বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনাকে নিয়ে যে ভাবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখেছে বিশ্ব তা দেখে মুগ্ধ হয়েছে আর্জেন্টিনাও।
আলবিসেলেস্তেদের প্রতি বাংলাদেশিদের এমন ভালোবাসায় আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনও (এএফএ) ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশকে।
মেসিদের শিরোপা জয় বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসের একটি ভিডিও শেয়ার করে তারা এএফএ ধন্যবাদ জানায়। সঙ্গে ভারত ও পাকিস্তানকেও ধন্যবাদ জানিয়েছে সেই টুইটে।
এর আগে মেসিদের-দি মারিয়াদের কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন।
ফিফা বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয় বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে নিলেন মেসি-দি মারিয়ারা।