বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেনজেমার ফেরার প্রশ্নে চটলেন দেশম

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২২ ২০:৪২

বিশ্বকাপের ফাইনালে খেলার বিষয়টি উড়িয়ে দিয়েছেন ব্যালন ড’র জয়ী ফুটবলার কারিম বেনজেমা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আগ্রহী নন। আর তারকা ফুটবলারের এ ফেরার প্রসঙ্গে নানা প্রশ্নে বেশ চটেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম।

ইনজুরি কাটিয়ে ফরাসি শিবিরে যোগ দিতে যাচ্ছেন কারিম বেনজেমা, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে এমন গুঞ্জন ছড়িয়েছে চারিদিকে। তবে ফাইনালে তাকে মাঠে দেখা যাবে না, এমন বিষয় নিশ্চিত করেছেন তিনি নিজেই। এরপরও থামেনি জল্পনা-কল্পনা।

দেশটির ক্রীড়ামন্ত্রী এমেলি ওউদিয়া তো বলেই বসেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চান করিম বেনজেমা, পল পগবা ও এনগোলো কান্তে ফাইনালে খেলুক।

কারিম বেনজেমা ফাইনালকে সামনে রেখে স্পেনে অনুশীলন শুরু করেছেন বলেও প্রচার পায় নানা তথ্যসূত্রে। আর এরপরই বেনজেমার কাতার বিশ্বকাপে ফেরার গুঞ্জনের সংবাদে সয়লাব হয়ে যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

যদিও বিশ্বকাপের ফাইনাল ম্যাচে খেলার বিষয়টি উড়িয়ে দিয়েছেন ব্যালন ড’র জয়ী এই ফুটবলার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাইনালে খেলতে তিনি আগ্রহী নন।

বেনজেমার ফেরার প্রসঙ্গ নিয়ে দফায় দফায় গুঞ্জন ও প্রশ্নে বেশ চটেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনি কি বিদেশী সাংবাদিকদের মধ্যে কথা ছড়াচ্ছেন? যদি আমি উত্তর না দিই, আপনি বলবেন আমি এড়িয়ে গেছি। আমার এমন খেলোয়াড় আছে, যারা আগে ইনজুরিতে পড়েছে। কারিম তাদের একজন।’

তিন আরও বলেন, ‘দলে সবশেষ চোট পেয়েছেন লুকাস হার্নান্দেজ। তারপরও আমার খেলা চালিয়ে নিতে সব মিলিয়ে ২৪ জন খেলোয়াড় আছে। তাদের বিষয়ে জিজ্ঞেস করুন। এখানে বেনজেমা কেন আসছে?’

এ বিভাগের আরো খবর