বিশ্বকাপের চলতি আসরে গ্রুপ পর্বের ম্যাচে চোটে পড়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়া।
পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেননি তিনি। চোট খুব বেশি গুরুত্বপূর্ণ না হওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে বদলি হিসেবে খেলানো হয় তাকে।
এরপর সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলার সুযোগ না পেলেও ফাইনালের আগে দি মারিয়া পুরোপুরি ফিট হয়ে উঠেছেন।
কাতারে লুসাইল আইকনিক স্টেডিয়ামে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে পাওয়া যাবে দি মারিয়াকে। আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
ফাইনালের দুই দিন আগে বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেছেন দি মারিয়া। তাকে একাদশে রেখেই দলকে অনুশীলন করিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
এর আগে গ্রুপ পর্বের তিন ম্যাচেই আর্জেন্টিনার হয়ে শুরুর একাদশে ছিলেন তিনি, কিন্তু ইনজুরি কারণে খেলতে পারেননি রাউন্ড অফ সিক্সটিনের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি।
সে সময় থেকেই পর্যবেক্ষণে রাখা হয় দি মারিয়াকে। কোচ স্কালোনিও তার বিষয়ে কোনো ঝুঁকি নেননি। দি মারিয়াকে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে খেলানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি।