‘আমি মরক্কোর সবচেয়ে সেক্সি ফ্যান এবং ভিক্টোরিয়াস সিক্রেট মডেল এবং আমি বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারাতে আমাদের দলকে সমর্থন করছি।’
মরক্কোর সেক্সিয়েস্ট ফ্যান দাবি করা এক তরুণী ইনস্টাগ্রামে এই পোস্টটি করেছেন। বলেছেন, সেমিতে ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপে নিজেদের অদম্য যাত্রা চালিয়ে যেতে তার দলকে তিনি সমর্থন করছেন।
তরুণীর নাম ইমান হাম্মাম। ২৬ বছরের এই শ্যামাসুন্দরী অবশ্য ফ্যাশন দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়। ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদের পাশাপাশি জনপ্রিয় ব্র্যান্ড ম্যাককুইন এবং ভার্সেসের হয়ে কাজ করছেন এই মডেল।
অ্যাটলাস লায়ন্সরা আজ সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এড়াতে মরিয়া হয়ে আছে মরক্কো।
ইমানের বিশ্বকাপে জড়িয়ে পড়া অবশ্য কয়েকদিন আগে। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে মরক্কোর জয়ের ইনস্টাগ্রামে দলকে শুভেচ্ছা জানান তিনি। নিজের কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, ‘কোয়ার্টার ফাইনাল বাউন্ড!!!!!!!!!⚽️✨
‘আমি আমার দলকে নিয়ে খুব গর্বিত❤️#WorldCup2022।’
ইনস্টাগ্রামে ইমানের প্রায় তার ১৫ লাখ ফলোয়ার। সবসময় আবেদনময়ী ছবিতে ভক্তদের মুগ্ধ করে তিনি। গত মাসে আয়াক্স আমস্টারডাম দলের জার্সিতে পোজ দিতে দেখা গেছে তাকে।
এর আগে আরেক মরক্কান সুন্দরী নিজেকে মরক্কোর হটেস্ট ফ্যান দাবি করে সাড়া ফেলেন। শ্যামলা বর্ণের ইলহাম পেশায় রিয়েল এস্টেট এজেন্ট।
- আরও পড়ুন: কাঁপন ধরাচ্ছেন মরক্কোর ইলহাম
- আরও পড়ুন: আর্জেন্টিনাকে গোলের ভয় দেখাচ্ছেন মিস ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপে মাঠে টানটান উত্তেজনার পাশাপাশি গ্যালারিতেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন অনেক সমর্থক। আবেদনময়ী পোশাকে কাতারের গ্যালারি মাতিয়ে আলোচনায় কেন্দ্রে চলে আসেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নোল।