কাতার বিশ্বকাপে মাঠে টানটান উত্তেজনার পাশাপাশি গ্যালারিতেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন অনেক সমর্থক। এরই মধ্যে স্বল্পবসনা সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নোল পেয়েছেন বিশ্বকাপের সবচেয়ে সেক্সি ফ্যানের স্বীকৃতি। লাল-সাদা বিকিনি টপ এবং আঁটসাঁট লাল লেগিংসে গ্যালারি মাতানো নোলের দিকে নজর এখন গোটা বিশ্বের। সম্প্রতি তার পাশাপাশি মরক্কোর সুন্দরী ইলহামের নামও যোগ হয়েছে আলোচনায়।
- আরও পড়ুন: বিশ্বকাপে দ্যুতি ছড়াচ্ছেন মিস ক্রোয়েশিয়া
ইলহাম নিজেকে মরক্কোর হটেস্ট ফ্যান দাবি করে সাড়া ফেলেছেন। শ্যামলা বর্ণের এই তরুণী পেশায় রিয়েল এস্টেট এজেন্ট।
আফ্রিকার দেশ হিসেবে এই প্রথম সেমিফাইনাল খেলছে মরক্কো। গ্রুপ পর্বে কানাডাকে হারানোর পর মরক্কোর পতাকা হাতে গ্যালারিতে ইলহামের সরব উপস্থিতি নজর কেড়েছে অনেকের।
সেদিন বন্ধুর সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন- ‘আরও একটু এগিয়ে’।
এর কয়েকদিন আগে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে খোলা চুলে দেখা যায় ইলহামকে।
দলকে সমর্থন দিতে বিশ্বকাপের শুরু থেকেই দোহায় আছেন ইলহাম। একটি পোস্টে ইলহাম লেখেন, ‘মরক্কান ছন্দ সব সময় জেতে’।
এই সুন্দরীর আশা, ১৯৮৬ সালের বিশ্বকাপের পর এটাই হতে যাচ্ছে মরক্কোর সেরা বিশ্বকাপ পারফরম্যান্স। সেবার নকআউট পর্বে উঠেছিল মরক্কো।
এদিকে বিতর্কের কারণে কাতার বিশ্বকাপ বর্জন করেছেন ‘মিস ওয়ার্ল্ড কাপ’ খ্যাত পোলিশ মডেল মার্তা বারকজক। ইউরো ২০১৬, ২০২০ এবং বিশ্বকাপ ২০১৮-সহ বিভিন্ন টুর্নামেন্টে গ্যালারি মাতাতে দেখা গেছে পোল্যন্ডের এই হটেস্ট ফ্যানকে।
মার্তা বারকজকদ্য সানকে বারকজক জানান, কাতারের মানবাধিকার রেকর্ড এবং দুর্নীতির কারণে বিশ্বকাপে তিনি আসেননি।