কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল শেষ করে সেমিফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির স্বপ্ন পূরণের লক্ষ্যে আর দুটি ম্যাচ জিততে হবে তাদের। মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনা খেলবে বিশ্বকাপের ফাইনালে।
সে ম্যাচের আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য রয়েছে দুঃসংবাদ। সেটি চোট-সংক্রান্ত কোনো জটিলতা নয়। সাসপেনশনের কারণে দলের দুই ডিফেন্ডার গনসালো মনতিয়েল ও মার্কোস আকুনিয়া সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় সেমিফাইনালের মতো বড় ম্যাচ থেকে ছিটকে গেলেন এ দুই ডিফেন্ডার।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে প্রথম হলুদ কার্ড পান মনতিয়েল আর আকুনিয়া পোল্যান্ডের বিপক্ষে দেখেছিলেন হলুদ কার্ড। এরপর কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটের সময় দুইজনকেই হলুদ কার্ড দেখান স্প্যানিশ রেফারি আন্তোনিও লাহোজ।
এ দিনের ম্যাচে অবশ্য ১৮ বার হলুদ কার্ড দেখেছিলেন ফুটবলাররা, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। হলুদ কার্ড দেখায় বাদ পড়েননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও। আর্জেন্টিনা দলের কোচ স্কালোনি ও কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েলও হলুদ কার্ড দেখা থেকে বাদ যাননি।